নিজেকে লুকাতে (২৫৯৫তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৮-২০২৪
============
সূর্য তার অসীম যন্ত্রনাকে
নিজেতে লুকিয়ে রাখে,
হৃদয় জ্বালিয়ে আলো ছড়ায়
তার মনের কষ্ট দু:খে।
সূর্য কখনো বা প্রবল রূপে
কখনো ঠান্ডা মাথায়?
আলো ছড়ায় গরম বাড়ায়
ওই বিবেটাকে নাড়ায়।
সে কথা আর কেউ বা জানে,
তার কে নিয়েছে খোঁজ,
আমরা সবাই রক্তিম আভার
আলোটাই খুঁজি রোজ|
সূর্য মাস খানেক লুকিয়েছিলো
আকাশ ছিল মেঘ বৃষ্টি,
যার বদৌলতে বাংলায় স্তিমিত
সকল ধরনের কৃষ্টি।
একটু লুকাতে মেঠো পথঘাট
বাড়িঘর কাদায় পূর্ণ,
কত ক্ষমতা তার কাছে আছে
কেন ভাবো তারে শূন্য?