নেতার ত্রান (২৭১৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-১২-২০২৪ ইং তাং
====================
স্থানীয় উপজেলা প্রশাসন আজ বড় ব্যস্ত
আসিবেন বিভাগীয় নেতা সকলে তটাস্থ।
সভায় থাকিবেন  জেলার নেতা সভাপতি
কয়েক হাজার নি:স্ব পরিবারের সদয়গতি।

মাইকে ঘোষণা বারবার এই মহান অনুষ্ঠান
আজ হবে পাঁচ হাজারের মত ত্রান বিতারন।
ফুল সাজে মঞ্চ প্রস্তুত সামনে পিছে চেয়ার
নিরাপত্তায় পূর্ণ সবখানে পুলিশ ভলান্টিয়ার।
  
কিছুক্ষণের মধ্য আসিবে প্রধান নেতা মহাশয়
সামনের দিকে বসুন যত ভি আই পিরা সবাই।  
আশিবৃদ্ধ এসেছেন ত্রাণ নিতে মা এবং যুবতি
ত্রান অর্থ  সহায়তা পেলে তাদের ঘুচিবে দুর্গতি।

বিতারন করিলেন নেতা কম্বল সহ প্রায় পাঁচটি
শৃঙ্খলা রক্ষার পুলিশ আছে ঘিরে উচ্চ মঞ্চটি।
বিদায় নিয়ে চলে গেলেন নেতা অতিশয় ব্যস্ত
পুলিশ স্বেচ্চাসেবক যত আছে পিছু পিছু ন্যস্ত।
  
সব বড় নেতা চলে গেলে হট্টগোল লেগে যায়
ত্রান পাওয়া নিয়া যত কাড়াকাড়ি পড়ে যায়।
ত্রান নিয়ে যত্ত দোষ,মারামারির কারণ কম্বল
রক্তপাত জীবনহানি ছাড়া কি আছে  সম্বল।