নেশাখোর (২৫১২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৫-২০২৪ ইং
====================
নেশা যার রক্তে মাংসে জড়ানো
সে নাকি সমাজের সেরা,
ময় মুরব্বি উপদেশ দিয়ে বলছে
নেশা,মাদক থেকে এড়া।

নেশায় যদি কিশোর যুবককে পায়
সেই সমাজ ধ্বংসের পথে,
আপনার শিশু আপনার সন্তানদের
মিশতে দিবেনা ওদের সাথে।

আজ নেশার কারণে কিশোর যুবক
হররোজ খারাপের দিকে যাচ্ছে,
ওরা কাহারো মান সম্মান দেয় না
পিতামাতার ইজ্জত ছিনে নিচ্ছে।


বিদ্র: আজ আমার এখানে উপজেলা নির্বাচন তাই ব্যস্ত থাকবো।