ন্যায় অন্যায় (২২৬১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৯-২০২৩ ইং
*********************
কিছু না লিখলে অপরাধ
লিখলে আবার দোষ,
ভাবনাতে কিংকর্তব্যবিমূঢ়
শুধু করিই আপসুস।

তবু ছাতিটাকে প্রসস্থ করে
দু,চারটা লাইন লিখি,
গালমন্দ বকাঝকা খেয়েও
মন্তব্য থেকে কিছু শিখি।

অন্যায়ের বিরুদ্ধে লিখা কি
খুব ভালো করেই জানি,
জানা সত্ত্বেও দু,চারটা কথা
লিখে ন্যায় অন্যায় মানি।

লিখার ভাষা ভালো হয় না
তাই মার্জনা করে দিও,
জানতে  চাই  সবার কাছে
পারলে শিখিয়ে দিও।

লিখা যদি কেহর বিপক্ষে যায়
সুজন কষ্ট নিবে না তবে,
এমন লিখার অভ্যাসটা কিন্তু
আমার আকর্ষিক নয় ভবে।