নাতি আমার (২৭৫১তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০১-২০২৫
==================
নাতির মাথায় হাত বুলিয়ে
বলে তুই সম্মান জোটা,
নাতির মঙ্গলের জন্য দাদা
নেক নজরে লাগায় ফোটা।

নাতির মুখেব ফুটলে  হাসি
আনন্দে ভাই যাব ভাসি,
মানুষের মত মানুষ হওরে
দাদার মনে বহুত আশা।

দাদার মনে এই খুশীর দিনে
সরেষ মিষ্টি আনে কিনে,
আল্লাহর নামে বরণ করেই
কোলে নেই নি:স্বার্থে চিনে।

দাদু ভাই আমার মানুষ হবে
সব দু:খ কষ্ট সরে যাবে,
সংসারের সবাই সুখে থাকবে
সবার মুখে হাসি ফুটবে।

দাদা নাতির আত্মীক বন্ধন
হয় না জানি কভু খন্ডন,
দাদু আমার থাকুক ভালো
সবার মুখে জ্বলুক আলো।

আল্লাহর কাছে এই মিনতি
নাতিকে তুমি সুস্থ রেখো,
নাতির মাকেও নেক নজরে
তোমার অন্তর চোক্ষে দেখো।

বিদ্র: আজ রাত ১১.০০ আমার একমাত্র ছেলের কন্যা সন্তান আমার দাদু ভাইর জন্ম,সবাই দোয়া করবেন।