নারীর মহিমা (২৮০৪ তম)
এম,এ,সালাম (দূর ও ছন্দের কবি)
১২-০৩-২০২৫
================
দিয়ে গেলাম ভালো বাসা
হয়নি এখন পাওয়া,
নারীকে নিয়ে ভুবন মাঝে
আমারি গান গাওয়া৷
নারী হলো মায়েরই জাত
আমার নয়ন মনি,
নারী যে হলো সৃষ্টির রানী
আমার কণ্ঠ ধ্বনি৷
নারীকে নিয়ে কি যে লিখি
তাহারই গুণের কথা,
নারীর সম্মান কেউ করেনা
তাই হৃদয় মাঝে ব্যথা৷
নারী হলো মনো আকাশের
হাজারো তারার মালা,
নারী হলো মা ডাকের ধ্বনি
পরাণ জুড়ানো জ্বালা৷
নারী হলো সুখের সংসারে
রত্নাগর্ভের মহা খনি,
নারীর মাঝে বিলিয়ে দিলো
কোটি জহর মুক্তামনি।
নারীর ঠোঁটের নকশা চুম্বন
আজও কপালে দাগ,
নারীর হাসিতে শীতল পরশ
থাকতো না আর রাগ৷