নারী (২৫১৫ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২৪-০৫-২০২৪ ইং
=================
নারী তুমি প্রতিটা গৃহের
সৌন্দর্যের প্রতীক,
নারী তুমি জ্বালিয়ে দেও
ওই গৃহের প্রদীপ।

নারী তুমি কখনো মা মেয়ে
কখনো ঘরের বউ,
তুমি সাহস তুমিই মনোবল
তুমি নও অন্য কেউ।

নারী তুমি সন্তানদের মা
আদরের ভালোবাসা,
সন্তানের শুভ কামনায়
মানুষ হওয়ার আশা।

নারী তুমি কালের বেলায়
কখনো হও শাশুড়ী,
কখনো গুছানো সংসারে
দাদী নানি ও বুড়ি।

নারী তুমি প্রতিটা পুরুষের
শক্তি প্রেয়সী বাঁতিঘর,
নারী কখনো হও আপন
আবার কখনওবা পর।

কখনো তুমি তেজস্বী সূর্যের
ন্যায় হয়ে যাও কঠোর,
কখনো মোমের মত জ্বলে
পুড়ে গলে হও তরল।

নারী তুমি কখনো বহুরূপী
যায় না কভু চেনা,
মনের সাথে মন না মিলিলে
হয় না লেনাদেনা।