মুসলিম শহীদের চিঠি (২৫৩০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৬-২০২৪ ইং
==============
ওগো প্রিয় কোনদিন যদি আর ফিরে না আসি
যদি বলা না হয় প্রিয়তমা তোকে ভালোবাসি।
তোমার নীড়ে শীতার্ত রাতে সামনাসামনি বসে
দুজনে যদি আলাপন না করি তাঁরা পরবে খসে।
হা-হা-কার করো না'জীবনের প্রিয় সাথী আমার
দু:খের বিরাতে ছিঁড়ে ফেলনা কালো পর্দা তোমার।
তাজা গোলাপ কোরানের ফুল সুবাস মাখা সন্তান
তোমাদের খুব ভালোবাসি ও আমার প্রিয় প্রাণ।
তোমার সাথে হয়তো এজন্মে আর হবে না দেখা
কখনো মরনের খবর পাও গো, হবে তুমি একা।
আমার সন্তানেরা কাকে ডাকবে ওগো আমার বাবা
এই জগতের আমার সন্তানদের পালন করবে কেবা।
নিশ্চিহ্ন হয়েছে মায়ার ভুমে আমার ফোটা বাগান
ধ্বংস লিলায় ডুবে গেছে নারী শিশু অজস্র প্রাণ।
বহুকাল ধরে বেঁচে আছি জুলুমের শোষন প্রেষনে
কাহারো দুয়ারে হাত পেতেনি হাদিসের বানী শুনে।
জুলুমবাজদের মিথ্যার ছলে জ্বলেনি প্রদীপ শিখা
কাবার গিলাফ ধারীরা অন্ধ!ভুলেছে ঐশী লিখা।
রাজতন্ত্রের ডুবান্ত জাহাজে ওরা খোঁজ করে সুখ
বিশ্বাসীরা অন্ধের মোহে আজ ফিরিয়ে নিছে মুখ।  
ওগো প্রিয়তমা তোমার চোখের অশ্রু  ফেলো না
আমার ক্ষুধাতুর শিশুর  লোকমা কেড়ে নিও না।
আশা নিশ্চয়ই প্রিয়বাবা একদিন ফিরবে এ ঘরে
খেও সুগন্ধি রুটি খেজুর আংগুর দুই হস্ত ভরে।
যেদিন বৃক্ষলতা বলবে কথা পাখিরা করবে ধ্বনি
সেদিন মরুর বুকে পাথরের ঘর্ষনে হবে প্রতিধ্বনি।
ওই রবের প্রতিজ্ঞা শহীদের কাছে মৃত্যু তুচ্ছ অতি
মেনে নিতে হয় বিরহ বিচ্ছেদ আজ এই দূর্গতির।
প্রিয়তমা খবর পাও যদি আমি নেই ফিরবো আর
আমার জন্য দোয়া করিও স্রস্টার কাছে বারবার।