মুর্খের রাজনীতি (২৬২৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৯-২০২৪ ইং
**************************
নয় সিঁকা নিবে না,সোয়া দুই নিবে
এই যদি হয় নেতার মেধা,
কিলাইয়া কাঠাল পাঁকা বানাইলে
কে বলবে তারে আজ সিধা?
কাজু বাদাম খাবে না,চিনা খাবে
দেহের শক্তি সমার্থ্য বাড়তে,
আচরণ ভালো নয়, রাম দা নিবে
নিজের অধিকার কাড়তে।
শিক্ষালয় যাবে না,শিক্ষিত হবে
বিলাবো সমাজেতে জ্ঞান,
প্রয়োজন হলে ক্ষমতা প্রয়োগে
করবো অন্যের স্বার্থ হরণ।
সেবার মন নেই,সেবক হতে চাই
করবে আত্মীয়দের সেবা,
এই ধরনের সেবক মনের মানুষ
সমাজ দেশে করবে কেবা।
অন্যের অধিকার ফিরিয়ে দিবে
নিজ স্বার্থ ঠিকঠাক রেখে,
তাহা না হলে দেশের সব জনগন
আমার থেকে যাবে বেঁকে।