মুর্খের আসর (২২৬৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৯-২০২৩ ইং
*************************-*
মুর্খের আসর কোন ধরনের?
না গেলে বুঝবেন না
ওই আসরের মনি,মুর্খের ক্ষণি
জ্ঞানীর আনাগোনা।

বুঝলাম সভার পতি শিল্পপতি
তার সুরে সুর মিলায়,
হরেক রকমের নাস্তা টেবিলে
চাহিদা মত সব বিলায়।

সভার পতির বয়স তার অতি
তিরিশ চল্লিশের মত,
বাপ চাচার মত বয়সের লোক
জি হুজুর হয় হুজুরে রত!

চতুরপাশে তার বিছানো সোপা
তারপরে বহুলোক বসা,
ওই আসরের নেতা মুর্খের হোতা
বড় কুরছিতে বসা নসা।

মেহমান হয়ে উপস্থিত ওই সভায়
জমি জমার হিসাব চলছে,
কেরানি,পেশকারকে খতিয়ানের
হিসাব ইচ্ছেমত করছে।

বললাম দলিল মত জমি পাইবে
উল্লেখিত খতিয়ান দাগে,
আমার কথা শুনিয়া মুর্খের দল
নানা  প্রশ্ন করলো রাগে।

ওরা বলে খতিয়ান উল্লেখ থাকিলে
উল্লেখ লাগে না সব দাগ,
সব দাগে ক্রেতা জমির অংশ পাবে
শুনে আমার গায়ে উঠে রাগ।

ওরা মুর্খের মত তর্ক করে চলছে
সংখ্যায় হইবে এক গন্ডা,
আসরের নেতা কান পেতে শুনে
তোরা জানো ঘোরার আন্ডা।