মূল্যহীন পাগলের প্রলাপ (২৪৩২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৩-২০২৪ ইং
=======================
পাগল মানুষ হগোল সময়
আবোল তাবল কয়,
ওদের কথায় কি আসে যায়
যা সঠিক কথা নয়?

নিজের ভালো চায় না ওরা
থাকে পাগল একাকী,
পরের কর্মে লোকমা দিয়ে
রাখে হট্টগোলের সাক্ষী।

তাদের ভালো কাজে যাদের
সদা জ্বলতে থাকে বুক,
তোমায় কাউরে ফেলে দিলে
পায় মনের মাঝে সুখ।

পাগলে কিনা বলে ওই ছাগলে
কত না কিছু যে খায়,
আবোল তাবোল লোকের কথা
কাজের কোন মূল্য নাই।

কাজে লক্ষ্যমাত্রা মিটার স্কেলে
ধাপে ধাপে এগিয়ে যাই,
পাগল ছাগলের কোন প্রলাপে
থেমে থাকার সুযোগ নাই।

উদ্দেশ্য তোমার সঠিক থাকলে
একদিন হবেই হবে জয়,
নিষ্কর্মা লোকের কথার কথায়
তুমি কেন করবে যে ভয়।