মুখ দেখে দু:খ (২৪২৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০২-২০২৪ ইং
=================
মুখ দেখে যদি মনের ব্যথা
কাছের মানুষ না বুঝে,
এই জ্বালাটা শেয়ার করবো
কাহার কাছে গুঁজে।
হাত পেতে যদি ক্ষুধার জ্বালা
স্বজনের বাড়ি মিটাই,
বিনা তম্ভিতে কাহার বাড়িতে
লাছবো গিয়ে চাটাই।
মনের ব্যথা আপনজন যদি
বুঝে নিতে না পারে,
হাত পাতো তুমি পরের কাছে
ভীরো না স্বজনের দ্বারে।
বন্ধু বপুর তাড়ণা বলো যদি
ওই সংখ্যালঘুর দ্বারে,
আদর করে কাছে নিবে যে
বৈমুখ করিবে না তারে।
বদন দেখে বুঝে নিতে হবে
মন মানসিকতা কেমন?
মনের কোণে বিরাজ করছে
আনন্দ না দু:খ বেদন।