মৃত্যুর স্বাদ (২৬৯৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-১১-২০২৪ ইং
=====================
মানুষ মৃত্যুর স্বাদ গ্রহন করবে
তা রোধ করার কেহ নেই,
মৃত্যুর যন্ত্রণা কত যে কষ্টের
যে মরেছে বুঝেছে সেই।
চোখের সামনে মৃত্যু দেখেছি
মৃত্যুর যন্ত্রনা বড় কষ্টের,
মৃত্যু যে কোন ব্যধি নয় যে
দোষ দিবে কে অদৃষ্টের।
তালই, দাদা, পিতা ভাই সব
এক এক করে মরছে,
মৃত্যুর কোন সিরিয়াল নেই
হুকুম তামিল করছে।
বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি
সবই যে পরে রবে,
ক্ষমতা আর খেয়ালীপনা
ধুলায় মিশে যাবে।
শেষ ঠিকানা মাটির কবর
বাহদূরীর দিন শেষ,
কেহর কবরে কেহ যাবে না
ওই বের হবে নি:শেষ।
বিদ্র: আমার চাচাত ভাই আজিজ মৃধার মৃত্যুর যন্ত্রনা অনুধাবন করে আমার লিখা।