মশা আমার দোস্ত -১ (২৬৮৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-১১-২০২৪ ইং তাং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মশার সাথে এক পাড়ায় থাকি
মিলেমিশে এক সাথে,
প্রতিদিন মশায় রক্ত টেস্ট করে
হুল ফুটে নিয়ে মাথে।
এই মশা বড় মহাৎ মানব দরদী
টেস্টের টাকা নেয় না,
টেস্টের সময় বিনা মূল্যে দেয়
সেই ডেঙ্গু জ্বরের বায়না।
মশা সন্ধ্যা হলে কানের কাছে
মিছিল করিস না আর,
শপথ করেছি ভাব জমাইছি
রোজ রক্ত দিব উপহার।
এডিশ লেডিস প্রাণের প্রিয়
যত্নে রাখবো মোদের ঘরে,
কয়েল জ্বালিয়ে সুগন্ধি দেব
তোরা যাওয়ার কিছু পরে।
মশার সাথে করেছি সংলাপ
ওই নাক বারান্দায় বসে,
রক্ত আমরা কাউকে দেব না
খাবে রোজ বিকেল এসে।
ঐ যুক্তি তর্কের আলোচনাটা
হয়েছে রুদ্ধ করে দ্বার,
রক্ত টেস্ট করবা ভালো কথা
দিও বাঁচার অধিকার।