মশার জ্বালা (২৭৩৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০১-২০২৫ ইং তাং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শীতের কাপন কত কষ্ট
সদা মশা আমার ঘরে,
আবার কত রোগী মশার
কামরে মরে ডেঙ্গু জ্বরে।
সকাল বিকাল এডিস মশা
মিসকল মারে কানে,
কামর দিয়ে রক্ত চুষে নেয়
কাউকে মারে জানে।
ওই এডিস মশা রক্ত চুষলে
এক সময় হয় ডেঙ্গু জ্বর,
বিকাল বেলা কামড়ায় মশা
চিনে না কে আপন পর।
কত ধরনের মশা দেখছি
একটা জাত এডিস,
ডেঙ্গুজ্বরের প্রধান বাহক
জাতে মশা লেডিস।
ওষুধ দেয়ার ব্যবস্থা আছে
সঠিক বরাদ্দ হয় না,
চুরি করে সব খেয়ে ফেলে
গাও গ্রামে পায় না।
সবাই মিলে ঝোপঝাড় যত
পরিষ্কার করে আসি,
ঝাড়ু দিয়ে সব মশা তাড়িয়ে
দেশকে ভালোবাসি।