মশা আমার দোস্ত- ২ (২৬৮৯তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-১১-২০২৪ ইং তাং
**********************
দোস্ত বলেই সন্ধি করেছি
প্রতিদিন খবর নেব,
চাহিদা মোতাবেক রক্ত খাবে
সব নিশ্চয়তা দেব।

আলাদা করে চুক্তি করেছি
মশা নিয়ে লিখবো গান,
কবিতা লিখবো সুর ও ছন্দে
তাতে যাবে না সম্মান।

এডিসের সাথে সন্ধি করেছি
মিষ্টি সুরে গান করবে,
ডেঙ্গু ছড়াতে ওই পাড়ায় গিয়ে
রক্তের পরীক্ষা করবে।

রাগের সাথে বলছি মশারে
রোগ ছড়ায় না যেন,
সবারই তো রক্ত চুষে খাও
আমার তা খাবে কেন?

আমি রোজ আক্রশে মশাকে
থাপড়িয়ে মারছি পিষে,
মরার জন্য পিয়াজ ন্যাপতানি
বা এস বায়োথ্রিন বিষে।

কোন কয়েলে মশা মরে না?
শুধু বন্ধ নাকের দম,
ঘর ছাড়ে না সংগ্রাম করে
ধুপের ধোয়াই তার যম।