মনটা আমার ভালো না (২৫৮৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৮-২০২৪ ইং
=================
আমার প্রজ্ঞা আমায় হেরেছে
আমার মনটা ভালো না,
বিপদের কালে আপন ছিলাম
আমায় নিয়ে খেলো না।

করছো যাহা ভেবেতো দেখছি
কাহার বুদ্ধিতে করেছো,
তোমার পরামর্শ ভালোই ছিল
ঘরের উপদেশ মানেছো।

তাই তো বলি লজ্জা শরম যে
আমার মন ছোট করেছে,
আমার মান সম্মান উচু করার
মত কোন কায়দা রেখেছো।

ভালোই যদি বেসে থাকো তুমি
সে ভালো আজ গেল কৈই,
শেষ কালে যে নাকচুল কাটলে
আমার লজ্জা রাখি কৈই।

তোমাদের বুদ্ধির কাছে হেরেছি
নিজগুনে আজ ভালো নাই,
মনটা আমার পরিবর্তন করবো
চিন্তা করছি কোথায় পাই।