মনো-পেইন (২৩০৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-১০-২০২৩ ইং
**********************
মনের কোণে পেইন হচ্ছে
উদ্ভট আচরণের জণ্য,
এমন কষ্ট কেন দিচ্ছো যে?
মনটা ভেঙ্গে হচ্ছে শূন্য।
ছাতিটা ফেটে চৌচির হচ্ছে
আজ কারে দেখাই বলো,
আমার মলিন বদন দেখার
জন্য কেউ করে না ফলো।
দিনটা কর্মের মাঝে কাটছে
কষ্ট জমছে না মনোমাঝে,
রাতে বালিশের সাথে বন্ধুতে
ভাবী এ জীবনটা বাজে।
কষ্ট যার কাছে শেয়ার করবো
যদি তার দ্বারাই কষ্ট পাই,
এই ধরনের বিরহের দু-সংবাদ
কার কাছে বললে সুখপাই।