মনের সিংহাসন (২৩৫৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-১২-২০২৩ ইং
==============
আমার হৃদয়ে আমি রাজা
দুঃখের মাঝে সুখী,
আমার মননে আমি প্রজা
সবরাজ্য ঘুরে দেখি।

এই মনের রাজ্য বড় রাজ্য
তার সমান কিছু নয়!
সত্য সুন্দর মনের রাজাটায়
সব দুঃখকে করি জয়।

এই মনো রাজ্যের প্রজা নাহি
কখনো হতে পারে কেউ,
লোভ লালসার বইছে হৃদয়ে
কত উথাল পাতাল ঢেউ।

আমার সাম্রাজ্য আমি রাজা
আমি দুঃখের মাঝে সুখি,
লালসা বিহীন রাজ্য আমার
অনুভবে জুরায় আঁখি।