মনের রোষানলে (২৭৭১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০২-২০২৫
=================
রোষানলে জ্বলছে দেশ
ফায়ার সার্ভিস বন্ধ,
চোখের কর্ণিয়ার সমস্যায়
ভালো দেখে না অন্ধ।

এত্তদিন জ্বলছে আগুন
বাও দিছে এসে সবে,
নিভানের কোন সুত্র নেই
রোষানলের ক্ষোভে।

সুত্র বিহীন গনিত করে
বীজ গনিতে পারদর্শী,
শত্রু নিধনে যৌথ বাহিনী
আয়নাতে আসল শ্রী।

শত্রু নিধনে ক্যামেরা নেই
স্বার্থ চলে ক্যামেরায়,
লেজুর বৃত্তি সুক্ষ্ম মতাদর্শে
বিনাপোরাধী জামেলায়।

রোষানলের শীকারে যারা
তালিকার দরকার নাই,
শ্রীঘরে তাদের আশ্রায়স্থল
শেষ ভরসাটুকুই তাই।

আইন গেছে ফাইন হইয়া
নিজের চতুরতার দোষে,
রোষানলের আগুন জ্বলছে
শত্রু নিধনের রোষে।