মনের পাতায় একুশ (২৭৮৯তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০২-২০২৫ ইং
===================
অমর হয়ে থাকবে ফেব্রুয়ারি
চিরকাল ইতিহাসের পাতায়,
একুশ ভুলতে পারে না কেউ
কত বলিদান রয়েছে খাতায়।

মায়ের সাথে মিশে যে আছে
মোদের অন্ততে মাতৃভাষা,
এ ভাষার মাঝে কত যে শান্তি
বাঙালি পুরাই মনের আশা।

মায়ের ভাষায় প্রথম কথন
মধুর সুরে বলি সবাই মা,
এ ভাষার মাঝে মধু ছড়ানো
বাংলা ভাষা অপর মহিমা।।

জাগো বাঙালি শপথ নেও
অমর একুশে ফেব্রুয়ারি,
তোমায় ছাড়া মিটে কি আশা
তুমি ছাড়া চলে না দাদাগীরি।

বছর তারিখের প্রাচীর পেরিয়ে
একুশ আজকে মাতৃভাষা,
একুশ আজকে প্রজন্মের মুখে
নতুন করে বাঁচার আশা।

একুশ মানে রক্তের রাঙানো
এক নিকষ কালো দিন,
একুশ মানে মায়ের চেতনায়
বাজছে আনন্দের দিন,

একুশ মানে ঝাপসা আকাশে
মায়ের চোখের জল,
একুশ মানে ঘোর অমানিশায়
শুধু জ্যোৎস্না টলমল।