মনের কষ্ট (২৭৯১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৩-২০২৫ ইং
===================
মনের কষ্ট মনের মাঝারে রাখছি জমা করে
তিলে তিলে ব্যথার পাহাড় মনে আঘাত করে।
মনে হরেক রকম কষ্টরাশি,যায় না কেনাবেচা
কাউকে ধার দিতে গেলেও,হয়না লেনা দেনা।
মনের কষ্ট শূন্য এ বুকে,নীলভ রঙেতে আঁকা
তবুও ছিলাম খুবই ভালো,জ্বালা যায়না দেখা।
হঠাৎ এক দিন অচিন দেশের অথিতি পাখি
ডুকলো মনে খাঁচা বিহনে কেমনে বেঁধে রাখি।
আসলো উড়ে বসলো মনে কিনবে নাকি কষ্ট
হৃদয় দিয়ে হৃদয় নিয়ে করলি আমার মন নষ্ট।
যে আলোর রশ্মি দেখেছিলাম জীবন দুয়ারে
তুই মনটা কেড়ে চলে যাবি ফিরবি না আহারে।
মনের কষ্ট কমলো না রে জ্বালিয়ে দিলি আগুন
ব্যথার পাহাড়ে আগুন দিয়ে বাড়ল ব্যথা দ্বিগুণ।
মনটা তোর রঙের ঘুড়ি উড়লি নীল আকাশে
পাগল হলাম আমি অভাগা আছি বৈরাগী বেশে।
হরেক রকম মনটা তোর, আমার কাছে অচেনা
দু,আনাতে মিলাইলি বস্তু ওই হৃদয়ের লেনা দেনা।
ভাগ করা ওই ভালোবাসাতে নাইরে কোন তৃপ্তি
মনের কষ্ট মনেই পুড়ছে শুধু হৃদয়ে অশান্তির সৃষ্টি।