মন পুরে খায় (২৪৯৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৫-২০২৪ ইং তাং
======================
আমায় যত আঘাত দিয়েছো
আমি যে সইতে পারি না,
এই জীবনে এত্ত বড় আঘাত
তোমার দ্বারা আশা করি না।
কঠিন কোমল আঘাত আছে
কিছু সইতে পারা যায়,
তোমার দেওয়া কঠিন আঘাত
মন পুড়ে যে জ্বলে যায়।
তোমার মন এত রঙ বিরঙের
আমার ছিলো না জানা,
ভালোবাসার নামে প্রতারণা
মাঝে মাঝে দাও হানা।
মনের খবর জানার কথা নয়
কার মনে কি রঙ আছে?
আগে জানলে যেতাম না গো
তোমার মনে ধারে কাছে।
সে জন বোঝে যে জন পরেছে
ওই ভালোবাসার ফাঁদে,
সারাটা জীবন কুঁড়েকুড়ে খায়
যন্ত্রনায় তার প্রাণ কাঁদে।