মন পোড়ছে (২৬১৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৯-২০২৪
=================
শোন তুমি বিনে এ মনটা
দাউ দাউ করে জ্বলে,
আমাকে কি মনে পড়ে না
তোমার পাষান দিলে।
তোমাকে ছাড়া চিন্তা করি
আমার জীবন অচল,
কষ্ট দেওয়া ব্যথার পাহাড়
হয়ে গেছে যে সচল।
চাওয়া পাওয়ার শেষ ইচ্ছে
আমি পাবো তোমাকেই,
পোড়া মনটা সতত কাঁদে
পেতে চায় তোমাকেই।
লজ্জা শরমের ধার ধারি না
মনে তোমার ছবি আঁকা,
মনে ছিলো তোমারই নাম
এখন দেখি নামটি ফাঁকা।।