মন পরিবর্তন করুন-১(২৫৩৬ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৩-০৬-২০২৪ ইং
======================
খাঁটি পীর আউলিয়া দেখাবে না
তাদের কোন কেরামতি,
পীরের নামে যত ভন্ড সাধু আছে
তাদের কি হয়ে যে গতি?
বর্তমান যুগের কিছু মূর্খ মানুষ
ভাবে তারা অনেক জ্ঞানী,
তারা লোকের কাছে ঘৃণার পাত্র
তারা উভয় জাহানে বেদামী।
সমাজে ভন্ড সাধু প্রতারক শ্রেনীর
এমন মনের মানুষ আছে,
তাদের জন্য জীবন দিয়া দিলেও
পিছনে শত্রুর রূপ নিছে।
যে মানুষ সামনে করে সু-আচরণ
পিছনে মারে বিষের ছুঁরি,
তাদের মনের অবস্থা আচ করিয়া
নির্দ্বিধায় কত কি যে করি।
এমন কিছু মানুষ সহজ পথ রেখে
সর্বদা হাটে উলটো পথে,
হে উবাই তুই জেনে রাখিস জীবনে
কোন সঙ্গী নেই তোর সাথে।
মানুষ পরনিন্দা ওই গীবত ছেড়ে
এসো ভালোর গুনগান গাই,
একদিন এসবের কিন্তু বিচার হবে
প্রিয় আল্লাহ মালেক সাঁই।
মন মানসিকতার পরিবর্তন করো
এসো হিংসা বিভেদ ছাড়ি,
জোর আকুতি মিনতি সৃষ্টির কাছে
করজোরে ক্ষমা ভিক্ষা করি।