মন্দ স্বভাব (২৭১০ তম,)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-১২-২০২৪ ইং তাং
************************
খারাপ যারা করে তারা কথায় কাজে ছল
তাদের কাজ খুবই বাজ ঝরে চোখের জল।
অন্তর তাদের কঠিন থাকে খুবই নির্দয় হয়
তাদের অন্তরে মানবতা বিন্দুমাত্র যে নাই।
স্বার্থের লোভে করতে পারে সব মন্দ কাজ
মনের মাঝে থাকে না কভু ওদের কভু লাজ।
ধর্মের নামে নেক সাজে ধরবে ওরা নানা বেশ
সুখ পায় না জীবনে থাকে দু:খের বহু রেশ।
ধর্মের দোহাই দিয়ে চলে তারা মিথ্যা কথা কয়
পরের ক্ষতিতে মত্ত থাকে,মানুষ ভালো নয়।
বিবেকটা যে মরে গেছে, জ্ঞানের অভাব তাই
খারাপ কাজ বিরাজ করে, কষ্ট নেয় যে ঠাঁই।
আসল শিক্ষায় বৃদ্ধি হলে পরিবর্তন হত মন
ভালো কাজ করতে মানুষ করো খাঁটি পণ।
শিশু হতে যদি কেহ সদা সঠিক শিক্ষা পায়
মহৎ উদ্দেশ্য সঠিক কাজে আয়ু কেটে যায়।
সমাজে দেশে আছে বহু অতি মন্দ লোক
আসল ভাবনা তাদের অন্তরে জাগ্রত হোক।
খারাপ কুবুদ্ধির আদলে কেহ জন্ম নাহি নেয়
পরিবেশ ও সংগদোষে সমাজ মন্দ করে দেয়।