মোনাফেক (২৩০১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-১০-২০২৩ ইং
=================
মুখে মুখে যা অন্তরে ভিন্ন
চেহারায় মনে হয় না,
হাদিয়া পাইলে অন্ন খাইলে
সঠিক কথা কয় না।
ঐ চোরেরে বলে চুরি করতে
সতর্কতায় ঘরে ডুকবি,
মালিকেরে বলে সজাগ থাক
মাল হেফাজতে রাখবি।
উৎকোচ পেলে তালকে তিল
সঠিকটা হয় যে বেঠিক,
তৈল না পাইলে মিথ্যা ধাইলে
দুয়ে দুয়ে পাচঁই সঠিক।
মোনাফেক কারা বুঝতে চাইলে
তার কথা কাজে নেই মিল,
উপরি পাইলে মিথ্যা মাথাচাড়া
সঠিকের দুয়ারে দেয় খিল।