মন পরিবর্তন করুন (২৫৩৪তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১২-০৬-২০২৪ ইং
======================
নাচতে না জানলে উঠোন বাঁকা
এ কথা বলছে জ্ঞানী গুণী,
পাগলে সুখ পায় নাকি মনে মনে
এ বোল  সবার মুখে শুনি।
  
পাগলে বুঝে না প্রেম ভালোবাসা
মায়া মহব্বত স্নেহের টান,
পাগলের মতের ওলট পালট হলে
তাদের মন ফেটে খান খান।

পাগল বুঝতে পারে না প্রণয়ের
   মায়া,মহব্বত,স্নেহের টান,
তার উল্টো পাল্টা কথা শুনে হৃদ
   জমিন ফেটে হয় খান-খান।

কিছু পাগলের নাকি চিন্তা চেতনা
তারা হয়েছে পীর আউলিয়া,
তাদের কথা অনুসরণ করে কেউবা
হয়েছে এ যুগের দেউলিয়া।

সঠিক কোন পীর আউলিয়া জাতে
দেখাবে না কোন কেরামতি,
পীরের নামে যত ভন্ডামী করেছো
শেষে তোদের কি হবে দূর্গতি।