মন পেলাম না মনের মতন (২৬৪৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-১০-২০২৪, ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°
শত চেষ্টায় মন পেলাম না,মনের মত
তাই কষ্টে মনটা জ্বলে যায়,
জন্মেছিগো এমন পোড়া কপাল নিয়ে
মন জ্বলছে অনুশোচনায়।
এ অভাগা মনের মত,মন পাওয়ার জন্য
কত মানুষের দ্বারে ঘুরছি?
এই পাই আবার পাই না,যার বদৌলতে
পেয়েও কষ্টে ক্ষোভে মরছি।
আমি সোনার একগুচ্ছ বার পেয়েছি
ভাবছি হল মার্ক করাবো বলে,
পরীক্ষা নীরিক্ষা করে স্বর্ণকার বলছে
ফলাফল এমেটি সোনার থলে।
কাউকে বলতে পারি না মনের কথা
যদি তারা মনে কিছু করে বসে,
এ সকল নিয়ে হাসি তামাশা করবে
আমোদ ফূর্তি করবে রসেবশে।
আহারে জংধরা মন ঘষলে মাজলেও
মন পরিষ্কার হওয়ার নেই লক্ষণ,
এখন শত কষ্ট হলেও অবুঝের মতন
চোখ বুঝে করতে হবে ভক্ষন।