মন চোরা (২৩৪৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-১২-২০২৩ ইং
==============
মন চুরি করেছো তুমি
কিসের যাদু দিয়া,
মনটা এখন বলে যায়
করছো পরকিয়া।
চুরি করে কোন সে দূরে
লুকিয়ে তুমি থাকো,
পাগল পারা এই অবলা
কেমন করছে দেখো।
একা একা থাকে বোকা
চোরার আশায় বসে,
মন চোরাটা সারাটা রাত
ঘুমের ঘোরে পাশে।
দিন হলে সে লুকিয়ে পরে
খেলে কত যে বাহানা?
এক সকালে ধরছি তোরে
তুমি যে মোর অহনা।