মধুর প্রেম -১ (২৪৮২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৪-২০২৪
==================
ওই ভীন গাঁয়ের এক মেয়ে
কাজল কালো চোখে চেয়ে,
তার পরাণ কাঁপে দুরু  দুরু
সেই যে হলো প্রেমের শুরু।

সময়ের নেই কোন বিশ্বাস
পথ হারিয়ে শুধুই নি:শ্বাস,
পাড়ার দূষ্ট ছেলে আনমনা
প্রেমের গল্প ছিল না জানা।

মধু পূর্নিমার রাতের আলো
এলিয়ে দুলিয়ে গায় মাখাল,
যা ঘটছে ছিলনা তা জানা
কথা কাজে ছিলো তা মানা।

নদীর কুল কুল ধ্বনির সুর
প্রেমের পরশে লাগে মধুর,
শুধু খালি খালি বয়ে গেলো
চেহারার অনুভুতিটি কালো।

একটু বাকা তার মুখে হাসি
যমদূত এলোও ভালোবাসি,
আমর প্রথম গোলাপ ফুল
ভ্রমরের গুঞ্জনে হয় আকুল।

হৃদয়ের মন্দিরে কত বাঁজে?
প্রেম বিলাতে মরি যে লাজে,
ওরা যেন হয়ে এক পরবাসী
তাই ওই পাড়ায় যাই আসি।