মধুর প্রেম -৪ (২৪৮৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৪-২০২৪ ইং
======================
পই পই করে কতবার বলেছিলাম
চলো কুয়াকাটা ঘুরে আসি,
তুমি নির্দ্বিধায় সম্মতি জানিয়ে
একটু আপত্তি ছলে বললে,
একটা মাইক্রোবাস ভারা করো মজাটা
আনন্দের মধ্যেই চলুক তুমি মেনে নিলে
আমি খুশীতে মেতে উঠলাম ঈদানন্দে।
কুয়াকাটার সমুদ্র সৈকতের জলে
ভাসিয়ে দিবে ঢেউয়ের তালে তালে।
আহা কি মজা হবে সেলফি হবে আরো
কত কি হবে যা মনের মাঝে উঁকি মারছে!
সিক্ত বালুতে আঁকবো তোমার ছবি
আর তুমি দেখে মুচকি হাসিতে ছবি তুলবে।
বিকেলে মঘ্নী মার্কেটের সামনে গাড়িটা
পার্কিং করে দু'জনে ঘুরবো আর পছন্দের
কেনাকাটায় ব্যস্ত থাকবে সেলফিতে সেলফিতে।
অনেকে হয়তো ভাববে কোন রাজরানীর
পদচারণা কুয়াকাটাকে আলোকিত করেছে
পুর্বের যে কোন ভ্রমনের চেয়ে বহুগুনে।