মধুর প্রেম -৫ (২৪৮৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৪-২০২৪ ইং তারিখ
====___=============
তোমার প্রতিশ্রুতিতে অপেক্ষায় থাকি
ভালোলাগা অবধি অবিনাশী প্রেম চাই,
আকাশ সমুদ্র ইচ্ছেরা ডানাওয়ালা ঘোড়া
যার কাছে যতটুকু সুখ নিংড়ে হারিয়ে যাই।
ভালোবাসা কতটুকু চাই কতটুকু পেলে,
জালের মত দশদিকে প্রেম ছড়িয়ে আলো
রোজ রাতে যখন তোমার মাঝে হারাই
আমার হৃদয়ে দু'দন্ড শান্তির পাখনা মেলে।
এ পৃথিবীটা খেলারধুলা মাঠ ছাড়া কিছু নয়
দিনের শেষে সব কিছু মুছ্র যায় পরিচয়ও,
অবশেষে নীড়ে একাকী হয়ে ফিরে যাওয়া
তবুও মনের মাঝে এজ আকাশ স্বপ্ন চাওয়া
ভেদাভেদ ভুলে সাম্যের সুর সংগীত গাওয়া।
এক অভাগীর রাজ্যে পাখনাওয়ালা ঘোড়া চাই
নীরাস বুকে সৎ সাহসের প্রদীপ জ্বালাই।
ভোরের সতেজ সলীলে প্রেমের গান গাই
দ্বিধা দ্বন্ধহীন স্বপ্নময় নতুন পৃথিবী চাই
আর সেই অপেক্ষায় প্রহর ভেঙে কিঞ্চিৎ
প্রেম ভালোবাসা পেলে মোমের মত গলে যাই।