মোবাইল প্রেমে (২০৪১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৩-২০২৪ ইং
====================
মোবাইল প্রেমে আসক্ত হয়ে
কারে যে ভালোবাসি,
মিষ্টি কথায় পাগল হলে বন্ধু
এটাই প্রেমের ফাঁসি।

ওই পর্নো ছবি দর্শনের পরে
হই নারীর পাগল পারা,
কি ভাবে তাকে কাছে পাই?
দেই মেয়ের নকে সারা।

জৈবিক ক্ষুধা মিটাবার লাগি
বয়সের ধার ধারি না,
কোন রকমের নারী পাইলে
তার পিছু যে ছাড়িনা।

বয়স তাহার ভাবীর মত হবে
মায়ের বয়স হার মানায়,
সাক্ষাৎ হলে কেমন যে লাগে
প্রেম উপছিয়ে কানায়।

মায়ের বয়সের নারী যদি হয়
আঠের বছর ছেলের বধু,
বিবেক দিয়ে নিক্তিতে দেখো
ছেলে কত যে বড় চধু।

মোভাইল ফোনেতে ভালোবেসে
বদন দেখে এড়াতে চাইলে,
বিয়ের দাবীতে আসবে বাড়িতে
আত্মহুতির পথ নইলে।