মোবাইল পরোকিয়া (২২৫৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৯-২০২৩ ইং
==================
এখন তো কেউ কাছে নেই
যা ইচ্ছে তাই করছো,
তুমি ইচ্ছেমতো মনের সুখে
যার তার হাত ধরছো।

আছে তুমি ছায়ার মত যে
মনের সুখে খাও দাও,
এখন তো আর বাঁধা নেই
যেথায় খুশি সেথায় যাও।

মিসকল মারো ভয়েজ কারো
সতত চ্যাটিং মনের সুখে,
ছবি ছাড়ছো ছবি যে কাড়ছো
আমি আছি হয়তো দুঃখে।

ছেলেদের ভয়েজে সুখ পাও
আমায় ভুলে গেছো বুঝি,
তথ্য প্রযুক্তির যুগে প্রিয়তমা
তোমার পরোকিয়া খুঁজি।

মুর্খের ভিতরে বাস করে তুমি
এখন হইছো যে মেধাশূন্য,
ভাবছো এই প্রেম ভালোবাসা
পেয়ে তুমি হইছো মহাধন্য।