মিষ্টি মেয়ে (২৭০৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-১২-২০২৪ ইং
====================
সোনার মেয়ে কোথাও যেও না
তুমি বিলাও মধুর হাসি,
তোমার হাসিতে ফুলের বাগানে
ভ্রমর উড়ছে রাশি রাশি।

তোমার দু-পায়েতে নুপুর বাজে
কানে ঝুলছে সোনার দুল,
কাজল বরণ উভয় অক্ষিতেই
পরছো খোপায় জবা ফুল।

তুমি যে দেখতে অনেক সুন্দরী
মাথায় লম্বা কালো কেশ,
তোমার সারা অঙ্গ দেখে পাগল
মনে আনন্দের নেই শেষ।

তুমি খয়েরী রঙের শাড়ি পরে
হাঁটছো যে পথ দিয়ে,
সখী শপথ করে তোকে বলছি
করবে তোমায় বিয়ে।

দেব রেশমী চুড়ি পায়ের নুপুর
আর দিব কত কিছু,
তুমি মুচকি মুচকি মিষ্টি হাসিতে
ফিরে তাকাও পিছু।

মুখ খুলে তুমি বলো না সখী
আমার কথায় রাজি,
যখন তুমি রাজি হয়ে যাবে
তখনই ডাকবো কাজী।