মৃত্যুর সন্ধিক্ষণে (২২৭১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৯-২০২৩ ইং
******************
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে
পৃথিবীর সকল প্রাণী,
মৃত্যুর এই মহাসত্যের তাগিদ
আমরা সবাই মানি।

ওই পথের যাত্রী ছিল পূর্বাপর
তালোই, দাদা আর বাপ,
আমি, তুমি, সে তারাও যাত্রী
আজরাইল করবে না মাপ।

এটাই চিরন্তন সত্য জন্ম হইলে
মৃত্যুই করিবে আলিঙ্গন,
এই বিধানের কোন প্রতিবাদ নেই
গেলেও আলাদা ভুবন।

সকল প্রাণীজগৎ দাড়িয়ে আছে
মৃত্যুর অন্ধকুপের দূয়ারে,
কোন উপায় নেই সেখানে থেকে
টাল-বাহানা করে সরায়ে।

এই পথে কত লোক চলছে সতত
গতিরোধ করার উপয়া নেই,
মৃত্যু যে চলে আপনালয়ে দিকে
আজরাইল অবস্থানও সেই।