মিনি বিড়াল (২৫৯৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৮-২০২৪ ইং
==================
মিনি বিড়াল বাঘের মাসি
এমন ধারনা করে তুই,
থাবা মারলি সিংহের গায়ে
এত্ত সাহস পেলি কই।
কোন সাহসে বাঘের গাত্রে
মেরেছো কঠিন এক ঘা,
সিংহ মামার হুংকার কেমন
এবার একটু দেখে যা।
চামচিকা হয়ে ঈগলের থেকে
খাবার নিয়েছো কাড়ি,
এত্ত সাহস কোথায় পেলি যে
আমি বুঝতে নাহি পারি।
ছোট ল্যাংড়া শিশু অবুঝ ভেবে
খোলা মাঠে দিচ্ছি ছাড়ি,
বাঘের সাথে আর করিস নে
লড়াইয়ে যাবে প্রাণ ছাড়ি।
এরে বেডা তুই কেয়া হুয়া যে
উচ্চরবে বল কেন বোকা,
গায়ের চামড়া কামড়ে খাবে
এড়িয়ে যাবি আর কোথা?