মিধিলির তান্ডব (২৩২৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-১১-২০২৩ ইং
======================
মিধিলি তুই বৃষ্টি হয়ে এসেছো কৃষকের দ্বারে
ফসলের মাঠ ধানের ক্ষেত তোরে আপন করে।
তোর আগ্রাসী রুপ গাঁয়ের কৃষক যখন দেখতে পায়
তাদের হৃদয়ে চেপে বসেছে,ধানে শীষ পিটানো ভয়।
তোর প্রভাবে গাছপালা ভাঙ্গছে, ভাঙ্গছে কুঁড়েঘর
দেখছি মিধিলি তোর কাছে নেই কেহ আপন পর।
ফসলের মাঠ,ধানের ক্ষেত নুঁইয়ে গেছে পানির সাথে
দক্ষিন বঙ্গের ফসলের পরিনতি কৃষকের হাত মাথে।
ঘরের পিছনে গাছপালা দেখলে তোর রুপ বুঝা যায়
ভেঙ্গেচুরে চুরমার করেছো তোর ইচ্ছে মনে যা লয়।
বরগুনাতে ইলিশ জালের পনের ট্রলার নিখোঁজ শুনি
দুইশো জেলের নিখোঁজে পরিবারে কান্নার রোল শুনি।