মেয়ে মায়ার জাল (২৭১৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-১২-২০২৪ ইং তাং
=======================
মা,য়ের আদর স্নেহ ভুলা যায় না
মেয়ে হবে তো একদিন মা,
তার উপরে কেন এত্ত জ্বালাতন?
তার নাভীতে জন্ম তোমার
মায়ের মত কেউ হয় না।
সুন্দরী ভালো বউ খোঁজো তুমি
সে-ই কি মেয়ে ছিল না?
নানী, দাদী, চাচী আর খালা ও
যেন ধারাবাহিকের মালা,
তারা মায়ের মত কেউ না।
এই সুন্দর জগৎটা মায়াবিময়
মেয়ে তো মায়ার বাঁধন,
ইহা কি কেউ অস্বীকার করছে
সাত রাজার ধন কোথায় পাবে
মেয়েই তো মায়ের মতন।
মেয়েই মায়াময় জগৎ সংসারে
মোহিত সবুজ বাগান,
মেয়ের মাধ্যমেই আলোর মুখ
বাবার আদর সোহাগে যত্নে বড়ত্ব
মায়ের শীতল স্নেহের ধন।