মেঘ কুয়াশার বৃষ্টি (২৪০৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০২-২০২৪ ইং
====================
ভারী কুয়াশার মাঝে বৃষ্টি বর্ষন
প্রকৃতি নব রুপের সৃষ্টি,
ঘরের বাহিরে তাকিয়ে দেখছি
হচ্ছে মাঘের ভারী বৃষ্টি।

মেঘে বৃষ্টি হচ্ছে কুয়াশা পড়ছে
হায় প্রকৃতি পালটে গেছে!
লাউয়ের মাচায় চেয়ে দেখছি
ঘুঘু ফিঙে দোয়েল নাচে।

দেখছি মুষলধারে মাঘের বৃষ্টিতে
ভারী ঘন কুয়াশা পড়ছে,
আজ শীতের পরিমান কমে গিয়ে
যেন গরমের তাপ বাড়ছে।

ত্রিশের ঊনিশে মাঘ ভোর বেলাটা
ইতিহাসে স্বাক্ষী হয়ে থাকবে,
বৃষ্টি-কুয়াশার এই ভিডিও চিত্রটা
প্রজন্ম নজর কেড়ে দেখবে।

প্রকৃতির সব কিছু যে থেমে গেছে
এই নতুন আশ্চর্য রুপ দেখে,
আজ সকালের এই নব ইতিহাসটা
মনের পর্দায় দিয়েছি রেখে।

রচনা:- ২ রা ফেব্রুয়ারী ২০২৪ সকাল ৬.৩০
নিজ বাসায়, মনসাতলী।