মেধার স্ফুরণ (২৩৩৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-১১-২০২৩ ইং
********************
মেধার স্ফুরণ যদি ঘটে
কুটনীতি সব ফেল,
সতর্কতার সহিত ভাঙ্গে
যদি টাক মাথে বেল।
বুদ্ধির কাছে হেরে গেছে
দেশের সব মেধাবীরা,
একটি মাথার বুদ্ধির খেলা
খেলেন সব সাহসীরা।
পরিচালকের মেধার স্ফুরণ
খেলার মাঠের ভিত্তি,
এই মেধা পরিমাপ নয় তো
ক্ষুদ্র মনের স্প্রিং নিক্তি।
মাথার ভিতর মেধার বাক্স
দেখতে পারতাম খুলে,
সাজ-সরঞ্জাম ন্যায় নীতি
দেখে সবই যাইতেন ভুলে।
বুদ্ধি খাঁটিয়ে সংসার দেখা
মেধার দ্বারা টপকিয়ে,
সকল বড় বড় মেধার জ্ঞান
দিলেন কৌশলে বিকিয়ে।
তার মেধার কাছে পরাজিত
বড় শক্তিধর মেধাবিরা,
প্রতিকুলতায় সমুদ্রে যাত্রায়
মেধার স্ফুরণে সব ভিরা।