মায়ের ভাষা (২৭৭৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬/০২/২০২৫ ইং
====================
দেখিনি আমরা বায়ান্নের ভাষা
দেখিনি ভাষার মুক্তিযুদ্ধ,
সেদিন শিশু কিশোর বৃদ্ধ বনিতা
প্রতিবাদে হয়েছিলো ক্রুদ্ধ।
দেখিনি হায়না হানাদার আর
দেখিনি যুদ্ধের সবচিত্র,
আমার ভাইয়ের বুকে গুলি করে
তারা পাকিস্তানের মিত্র।
সেদিন হায়নার দল বায়না করে
শুধু উর্দূই হবে রাষ্ট্রভাষা,
যার কারনে পূর্ব বাংলার মানুষ
ফুঁসে উঠেন মায়ের ভাষা।
দেখিনি চোখে ওই শহর নগরে
অলিতে গলিতে রক্ত বন্যা,
জীবন দিয়েছে ত্রিশ লক্ষ শহিদ
জননী পুত্র বধু আর কন্য।
সারা দুনিয়ার হাত ঘড়িগুলো
রাগে ক্ষোভে উল্টো ঘুড়ে,
আমরা যাবো ওই মুক্তিযুদ্ধে
;একদিন প্রস্তুতি নিয়ে ভোরে।