মায়েদেরকে বলছি?(২৪০৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০২-২০২৪ ইং
===================
সব মায়েদেরকে বলছি আমি
আরে পরামর্শ দিচ্ছি না,
মেয়ে থাকবে জামাই আদরে
এর বিপরীত বুঝাচ্ছি না।
ভুল করে যদি ছেলে জামাইকে
আপনি গুরুত্বহীন ভাবেন,
এমন আচনের হিসেব নিকেশ
মেয়ে বউর সাথে নিবেন।
ছেলেদের নিয়ে বেশি ভেবে থাকুন
তবে বউদের হিসেব কিন্তু শূন্য,
আরে জামাই নিয়ে বেশি ভাবিলে
মেয়ের ভাগ্য আট আঙ্গুলে ধন্য।
যদি স্বার্থের টানে ছেলে মেয়েকেই
অনেক প্রধান্য দিয়ে থাকেন,
আপনি সে হিসেবে বউ জামাইকে
তবে কোন অবস্থানে রাখেন?
যে পরিবারে স্বামী চলে স্ত্রীর কথায়
সে নিবাস সুখ শান্তিতে শূন্য,
পরিবারে ইতিবাচক কিছু পরামর্শে
পরিবার কাউন্ট-ডাউনে ধন্য।