মাটির টানে (২৬৯২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-১১-২০২৪ ইং তাং
=====================
আমি সবুজ শ্যামল শ্রুতিমধুর
বাংলার গাই জয়গান,
আমি বাংলার ভাষার মাধুর্যে ই
বিমোহিত উছলে পরাণ।

বাংলার আউল বাউল ভাটিয়ালি
সুর কত যে ভালোবাসি,
আকুলি বাকুলি জনপদের সুরে
মনের আনন্দের হাসি।
    
আমি বাংলা ছন্দে  বাংলা সুরে
গান গাই গীতি কবিতায়,
ওই ক্ষেতের চাষি নদীর মাঝি
কত ভায়িয়ালি গান গায়।
    
কত ছন্দে কত রুপ রসে লিখি?
আই বাংঙালী মাটির কবি,  
চরণে চরণে আঁকি যে অপরূপ
এই রূপালী বাংলার ছবি।
    
কামার কুমার জেলে তাতি চাষী
গান করে রবির কিরণে,
জারিসারি গানে দুনিয়া মাতায়
আমি কবি কবিতা গানে।

বাংলার জল বাংলার হাওয়া
রবির কিরণে স্বচ্ছরাশি,
আমার হৃদয় উজার করে যেন
প্রেমের চাতক পিয়াসী।

অপরূপ বাংলাকে ভুলে না যাই
তাই বারে বারে বাংলায়,
ফিরে আসি এই পান্ত শালায়
মাটির টানে বৃক্ষের ছায়।