মাটির মত মন (২৩৫৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-১২-২০২৩ ইং
*************
নরম মাটি পোড়ালে হয়
শক্ত অঘোলানো ইট,
যা কখনো নরম হয় না
মন যদি কাহারো দ্বারা
খুব বেশী আঘাত পায়,
তার কথা আর কয়না।
পোড়া ইট ভিজালে কি?
শত চেষ্টা করিলেও ভাই
নরম মাটির মত হবে,
আঘাত পাওয়া মনটাকে
আবেগে ভালোবাসলে
আগের মত আর হবে।