মাটির মানুষ (২৫৮৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৮-২০২৪ ইং
===================
আমরা দেশের মাটির মানুষ
ভালোবাসি সোনার মাটি,
ফিটফাট দেখে ভাবি যে মনে
তোমরা আসলেই খাঁটি।

আমরা তোমায় অভিনন্দনে
সাজিয়ে মুলমালা ডালা,
আবার সুযোগ পেলে পড়িয়ে
দেই গলে জুতার মালা।

সুযোগ পেলে কেড়ে নেই যে
নতুন জামাকাপড় পেতে,
স্বার্থের কোন ব্যাঘাত ঘটলে
সবে বিরুদ্ধে উঠি মেতে।

সহজ সরল মাটির যে মানুষ
তার ধবল বরণ মন,
উঠলে জেগে দেই ভেঙ্গে বাধ
দমন পিড়ন জনগন।