মাসের খরচ (২৬৫২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-১০-২০২৪ ইং
================
স্যারের মাথায় মাসের খরচ
দিন রাত চেপে বসে,
কেমন করে চলবে একমাস
দিনের হিসেব কষে।
চাল ডাল সহ বাজার খরচ
বাড়ছে এমন ভাবে,
কেমন করে সারে বারোতে
একমাস চলে যাবে,
প্রতিদিন সন্তানের বায়না
খাতা কলম বেতন,
প্রতিদিন বউয়েরই সাথে
বাজে নানা কেতন।
তৈল আর মাছের দামযে
এতই বেড়ে গেছে,
মাসিক বেতনে পারা যায়
পনের দিনের শেষে।
কাপড়চোপড় ঔষধ পাতি
কেমন করে কিনবো,
বেতন বৃদ্ধির নতুন খবরটি
কার কাছে জানবো।