মানুষ ও মানবতা (২৬৯১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-১১-২০২৪
======================
মানবের অভিনয় হাজারো রকমের
মানবের মন দেখার সাধ জাগে,
শুধু চেয়ে চেয়ে দেখি কত কিছু বাকী
যা দেখা  হয়নি আমার আগে।

ভাইরাল হওয়ার আশায় মানুষ শাসায়
অর্থ সম্পাদ কামাতে সবই পারে,
নারী,পোশাক খুলিয়া ভিডিও করিয়া
ভিউজে টিকটক করিয়া ছাড়ে।

সুন্দরীর নেয়ামত উলঙ্গেই খেয়ানত
লজ্জা শরম বলতে কিছু আছে,
গোপনাঙ্গ দেখায় পুরুষ পাগল করায়
অভিবাবক ছোট সমাজের কাছে।

সৃষ্টির সেরা মানুষ নীতিহীনে হয় বেহুশ
লোভে করে খুন,ডাকাতি দূর্নীতি,
শুধু মিছে মিছে করে সততার অভিনয়
কাজের বেলায় করে মানুষের ক্ষতি।

দিনে সাজে সাধু  রাতে সন্ত্রাসীর যাদু
লুটে নেয় সভ্রম ভোগে নারীর দেহ,
শকুনের দল ছিঁড়ে খায় সুন্দরীর রুপ
দিনে রাতে রক্ষা পায়না কেহ।