মানুষ এমন কেন?(২৩৫৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-১২-২০২৩ ইং
=============
মানুষ এমন কেন হয়?
বাবার হোটেলে খেয়ে পরে,
অপরের গুনগান গায়।
মানুষ এমন কেন হয়?
এক জনের প্রচার করে
অন্যজনকে ভোট দেয়।
মানুষ এমন কেন হয়?
এক প্রার্থীর নেমক খেয়ে
অন্যের পক্ষে কথা কয়।
মানুষ এমন কেন হয়?
আস্থা বিশ্বাস ভংগ করে
মোনাফেক রুপ নেয়।
মানুষ  এমন কেন হয়?
ওই সন্ত্রাসী,বেয়াদপকে
করে সদা সর্বদা ভয়।